উপজেলা সমাজসেবা কার্যালয়টি ১৯৮৪ সালে স্থাপিত হয়। দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা সমাজসেবা অফিসার। অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরন নিম্নরূপ ১.সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম ২. পল্লী সমাজসেবা কার্যক্রম (আর,এস,এস) ৩. পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর,এম,সি) ৪. প্রতিবন্ধীদের পূর্নবাসনের লক্ষ্যে ঋন কার্যক্রম ৫. সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা, ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি)। ৬. স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা সমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান ৭. প্রবেশনও আফটার কেয়ার কর্মসূচী । |
৮. প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী। (যেমন-কামার,কুমার,মুচী,নাপিত প্রভৃতি পেশার লোকজনের জীবনমান উন্নয়ন) ৯. রোগীকল্যাণ সমিতি। ১০. বেসরকারী এতিমখানার নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্ট এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোতে অনুদান প্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস