উপজেলা সমাজসেবা কার্যালয়টি ১৯৮৬ সালে স্থাপিত হয়। দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা সমাজসেবা অফিসার। অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরন নিম্নরূপঃ v পল্লী সমাজসেবা কার্যক্রম (আর,এস,এস) v পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর,এম,সি) v প্রতিবন্ধীদের পূর্নবাসনের লক্ষ্যে ঋন কার্যক্রম v সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচী (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি)। v স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা সমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান। v প্রবেশনও আফটার কেয়ার কর্মসূচী । |
v পল্লী অঞ্চলের জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোত ধারায় আনায়নের লক্ষ্যে প্রতিটি ব্যক্তিকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা ঋন প্রদান করা হয়। v পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংঘঠিত করে উন্নয়নের মূল স্রোত ধারায় আনায়নের লক্ষ্যে প্রতিটি ব্যক্তিকে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা ঋন প্রদান করা হয়। v প্রতিবন্ধীদের পুণর্বাসনের লক্ষ্যে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা ঋন প্রদান করা হয়। v অসহায়, নিপীরিত, ৬৫ বছর বা তদুর্ধ হতদরিদ্র পুরুষ বা মহিলাদের সামাজিক নিরাপত্তার লক্ষ্যে বয়স্ক ভাতা প্রদান করা হয়। v বিধবা, স্বামী পরিত্যাক্তা ও দুঃস্থ মহিলাদের সামাজিক নিরাপত্তার লক্ষ্যে বিধবাভাতা প্রদান করা হয়। v ৬ বছরের উর্ধ্বে সকল ধরনের অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার জন্য অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। v মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীদের সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করা হয়। ইহা ছাড়াও বেসরকারী এতিমখানার নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্ট এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোতে অনুদান প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS